• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কালীগঞ্জে মাদক বিরোধী আন্দোলন কর্মসূচি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২৩

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: 
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ আগস্ট) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ সম্মেলন কক্ষে এ মাদক বিরোধী আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিপ্রায় যুব সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।
সংগঠনের সভাপতি নূসরাত কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন।
এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. এরশাদ উল্লাহ, অভিপ্রায় যুব সমাজকল্যাণ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন উপস্থিত শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads